বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের দ্বিতীয় ধাপ শেষে বন্দর নগরী চট্টগ্রাম যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম বাস।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে সীতাকুণ্ডে ফ্র্যাঞ্চাইজিটির বাসের সঙ্গে ধাক্কা লাগে একটি লরির। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স টিমের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়।
আরও পড়ুন: বাঁচা–মরার ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিল
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দুর্ঘটনার সময়ে বাসে কোনো ক্রিকেটার, টিম স্টাফ বা অন্য কোনো সদস্য ছিলেন না। সেখানে কেবল ক্রিকেটারদের সরঞ্জামাদি ছিল। দুর্ঘটনার পরে বাস থেকে ক্রিকেটারদের সরঞ্জাম উদ্ধার করে গন্তব্যে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, নিজেদের শহরে বিপিএল মাতাতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ক্রিকেটাররা ঢাকা ছাড়বে আজ বিকেল ৪টার ফ্লাইটে। ঘরের মাঠে তাদের ম্যাচ আছে ৪টি। প্রথম ম্যাচ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে, ১৩ ফেব্রুয়ারি।
প্লে–অফের দৌড়ে ভালোভাবেই এগিয়ে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকায় তিনে আছে তারা।
এসএ/দীপ্ত নিউজ