বাংলাদেশ–নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওডিআইয়ের খেলা শুরু হবে দুপুরে। বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচেও আছে শঙ্কা। এই ম্যাচের পরই বাংলাদেশের চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণা হতে পারে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি। বৃষ্টির কারণে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে লিড নেওয়ার লক্ষ্য বাংলাদেশের।
তাই দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।
বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতির সিরিজেও ছিলো বৃষ্টির হানা। আর তাই, ব্যাকআপ ক্রিকেটারদের বাজিয়ে দেখাই হলো না। ভেসে যাওয়া প্রথম ওয়ানডের প্রাপ্তি মোস্তাফিজ, নাসুমের বোলিং।
নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে দেখেই বিশ্বকাপের চূড়ান্ত দল দিতে পারেন নির্বাচকেরা। তবে ম্যাচের সময় প্রায় ৫০ শতাংশের বেশি রয়েছে বৃষ্টির সম্ভাবনা।
পেসার তানজিম সাকিবের পরিবর্তে একাদশে ফিরতে পারেন হাসান। এছাড়া একাদশে থাকার সম্ভাবনা রয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ