৮৭
রবিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় কিশোরগঞ্জ জেলার নিকলি উপজেলায় সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
রবিবার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
তিনি বলেন, সকাল ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে নিকলিতে সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সময়ে রাজধানীতে ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১২৬ মিলিমিটার।
এসএ