ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যালান বোর্ডার-সুনীল গাভাস্কার সিরিজের ১ম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৭৭ রানেই অলআউট হয়ে গেছে সফরকারীরা।
দশ উইকেটের ৮টি ভাগাভাগি করে নিয়েছেন ভারতের দুই স্পিনার। সর্বোচ্চ পাঁচটি উইকেট শিকার করেছেন রবীন্দ্র জাদেজা। আর দ্বিতীয় সর্বোচ্চ তিনটি উইকেট রবিচন্দ্র অশ্বিনের দখলে।
ইনিংসের দ্বিতীয় ওভারেই পেসার মোহাম্মদ সিরাজের বলে লেগ বিফোরে আউট হয়েছেন উসমান খাজা। এরপর আরেক ওপেনার ডেভিড ওয়ার্নারকে সঙ্গ দিতে ক্রিজে আসেন মার্নাস লাবুশানে। কিন্তু তৃতীয় ওভারে মোহাম্মদ শামির করা দ্রুতগতির প্রথম বলে বোল্ড হয়ে সাঁজঘরে ফেরেন ওয়ার্নার। মার্নাস লাবুশান ও স্মিথের ব্যাটে ভারতের বোলিং তোপের সামাল দেয়। দলকে ভরসা জোগানো দুই ব্যাটারের ২৩০ বলে ৮৬ রানের পর দুজন আউট হলে বিপাকে পড়ে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় সেশনে পিটার হ্যন্ডসকমের ৮৪ বলে ৩১ রান ও ক্যারির ৩৩ বলে ৩৬ রানে ম্যাচে ঘুরে দাড়ায় অস্ট্রেলিয়া। পিচ নিয়ে অজিদের মন্তব্য এবার সত্য প্রমান হলো।
পিচে স্পিনারই বাজিমাত করেছে, ইনজুরি থেকে ফিরে জাদেজা ৫ উইকেট শিকার করে অজিদের বিপাকে ফেলেন। দলের আরেক স্পিনার অশ্বিনের ৩ উইকেট শিকারে বিধ্বস্ত অস্ট্রেলিয়া ১৭৭ রান করে অলআউট হয়।