দুই ভাইয়ের লড়াইয়ে জমে উঠেছে পটুয়াখালী–৪ আসনের নির্বাচন। একজন নৌকার প্রার্থী, অন্যজনের মার্কা ঈগল। মাহবুবুর রহমান ও মহিব্বুর রহমান নামের এই প্রতিদ্বন্দ্বীদের নিয়ে নানা হিসাব–নিকাশ করছেন ভোটাররা।
কলাপাড়া–রাঙ্গাবালী নিয়ে পটুয়াখালী–৪ আসন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের আলোচিত দুই প্রার্থী সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই। তাদের একজন স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমান। তার মার্কা ঈগল। আর মাহবুবের ফুপাতো ভাই মহিব্বুর রহমান আ.লীগের টিকিটে লড়ছেন।
চায়ের দোকান, হাটবাজারসহ সব জায়গায় এখন আলোচার তুঙ্গে এই দুই ভাইয়ের লড়াই।
ঈগল প্রতীকের প্রার্থী দাবি করেন, এলাকার উন্নয়ন থেমে যাওয়ায়, তিনি প্রার্থী হয়েছেন।
অন্যদিকে নৌকার প্রার্থী বলছেন, তার এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই ৭ জানুয়ারি তাকেই বেছে নেবে ভোটাররা।
আলোচিত এই দুই প্রার্থীকে নিয়ে চায়ের কাপে ঝড় তুলছেন ভোটাররা, করছেন চুলচেরা বিশ্লেষণ।
অবাধ–সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে কাজ করছে প্রশাসন ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
পটুয়াখালী–৪ আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৬৮৮।
এসএ/দীপ্ত নিউজ