ভারতের বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী মানহানির মামলার দুই বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন। সোমবার (৩ এপ্রিল) সুরাটের আদালতের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবেন ভারতের বিরোধী দল কংগ্রেসের এই নেতা।
ম্যাজিস্ট্রেটের রায়ের বিরুদ্ধে সুরাট দায়রা আদালতে আপিল দায়ের করেছেন রাহুল গান্ধী। নাম প্রকাশে অনিচ্ছুক কংগ্রেসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, সোমবার এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
তবে রাহুলের আইনজীবী এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণার মাত্র এক দিনের মাথায় রাহুলকে লোকসভায় অযোগ্য ঘোষণা করা হয়। ফলে রাহুলের ভারতীয় লোকসভার সদস্যপদ খারিজ হয়ে যায়।
২০১৯ সালে দায়ের করা এক মানহানি মামলায় সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেন আদালত। আবেদনে রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে দেয়া ওই কারাদণ্ডাদেশ বাতিলের আর্জি জানানো হয়।
এর পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই রায়ের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হয়েছে।
অনু/দীপ্ত সংবাদ