নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের দলে নেওয়া হয়েছিল তাসকিন আহমেদকে। তাকে খেলানোর পরিকল্পনাও ছিল। কিন্তু ম্যাচের আগের দিন হুট করে অসুস্থ হয়ে পড়েছেন এই পেসার। পেটের পীড়ার কারণে আজ অনুশীলনও করেননি তিনি।
তাসকিন কাল খেলতে পারবেন কি না সেটা টিম ম্যানেজমেন্টও নিশ্চিত না। অবস্থান বুঝে ব্যবস্থা নেওয়ার চিন্তাভাবনাই তাদের। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী।
দেবাশিষ চৌধুরী বলেন, ‘তাসকিনের কোনো ইনজুরি সমস্যা নেই। খাদ্যে বিষক্রিয়ার মতো একটা সমস্যা হয়েছে তার, পেট খারাপ হয়েছে। কোনো ইনজুরি নেই, আশা করি এটা ভালো হয়ে যাবে। ওর ব্যাপারে সিদ্ধান্ত নিতে অপেক্ষা করতে হবে।’
এদিকে শেষ ম্যাচে তাসকিন–শরিফুলরা ফেরায় দল থেকে বাদ পড়েছেন আরেক পেসার খালেদ আহমেদ। তবে আজ মিরপুর শেরে–ই বাংলায় জাতীয় দলের অনুশীলনে ছিলেন খালেদ। বোলিংও অনুশীলন করেছেন সঙ্গে, ফিল্ডিংও করেছেন। শেষ ম্যাচে যদি তাসকিন খেলতে না পারেন তাহলে থাকতে পারেন খালেদ।
আল / দীপ্ত সংবাদ