চট্টগ্রামের আনোয়ারা–ফৌজদারহাট গ্যাসের সঞ্চালন পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও কুমিল্লা এলাকায় গ্যাসের সরবরাহ কমে গেছে। বিতরণ কোম্পানি তিতাস ও বাখরাবাদ গ্যাস কোম্পানি এসব এলাকায় গ্যাস সরবরাহ করে।
মঙ্গলবার (৯ জুলাই) জ্বালানি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় গ্যাস গ্রিডের আনোয়ারা–ফৌজদারহাট ৪২ ইঞ্চি পাইপলাইন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়ায় জরুরি রক্ষণাবেক্ষণের কারণে মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল হতে এলএনজি সরবরাহ কমে গেছে। ফলে তিতাস ও বাখরাবাদ এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় তিতাস ও বাখরাবাদ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।
আল/ দীপ্ত সংবাদ