দীপ্ত টিভি’র সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম (৩৪) হত্যা মামলার আসামি হওয়ায় বিএনপি নেতা রবিউল আলম রবি‘র দলীয় পদ স্থগিত হচ্ছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৪ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
রিজভী জানান, দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা হত্যা মামলার আসামি হিসেবে বিএনপি নেতা শেখ বরিউল আলম রবি‘র নাম আসায় মামলার কার্যক্রম শেষ হওয়ার আগ পর্যন্ত বিএনপি থেকে তার দলীয় পদ স্থগিত হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্ট এলাকায় বাড়ি নির্মাণ ও ফ্ল্যাট ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে নিহত হন দীপ্ত টিভির কর্মী তানজিল জাহান ইসলাম তামিম।
পরদিন শুক্রবার (১১ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের ডিসি মো. রুহুল কবির খান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় ডেভেলপার কোম্পানির কর্ণধার ও বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি ছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মামুনের প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
এসএ