বুধবার, নভেম্বর ১২, ২০২৫
বুধবার, নভেম্বর ১২, ২০২৫

দীপ্ত টিভিতে প্রতিদিন প্রচারিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘রূপনগর’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বকুলপুর’এর ব্যাপক দর্শকপ্রিয়তার পর এবার একঝাঁক জনপ্রিয় ও গুণী অভিনয়শিল্পীর নিয়ে দীপ্ত টিভিতে প্রতিদিন প্রচারিত হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘রূপনগর’। নাটকটি সম্প্রচার হচ্ছে- প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ৯:৩০ মিনিটে।

নাটকটির গল্প বোনা হয়েছে পাশাপাশি দুইটি ইউনিয়নের দুই চেয়ারম্যানের এক এলাকা ‘রূপনগর’কে ঘিরে। বলা হয়, এখানে সবাই নিজের রূপ আড়াল করে নানা রঙের তামাশার ঢালে। দুই চেয়ারম্যান এক সময় পরস্পরের খুব ভালো বন্ধু থাকলেও এখন তাদের মাঝে চরম শত্রুতা বিরাজ করছে। তারা সারাক্ষণ একে অপরের ক্ষতি করার জন্য ব্যস্ত থাকে। ফলে দুজনের পরিবার ও এলাকার মানুষের মাঝে ইচ্ছা না থাকলেও বজায় রাখতে হয় শত্রুতা। এক চেয়ারম্যানের ভেতরের রূপ হলো চোরাকারবারী, আর অন্যজন দখলবাজ। তারপরও রূপনগরে আছে কিছু রঙিন চরিত্র যারা সুখেদুঃখে, কষ্টেআনন্দে একে অপরের পাশে থাকে।

নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা, আ খ ম হাসান, দিলারা জামান, নাজনীন হাসান চুমকি, আনিকা কবির শখ, ইমতু রাতিশ, শাফিউল রাজ, সানজিদা, সাফানা নমনী, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু, এমিলা হকসহ আরও অনেকে। চিত্রনাট্য লিখেছেন লিটু সাখাওয়াত।

নাটকটি দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখা যাবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More