খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় আগুনে পুড়ে গেছে ২১ দোকান ।
মঙ্গলবার (৭ মে) দুপুর সাড়ে ১২ টায় মেরুং ইউনিয়নের কাঠাঁল বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
আগুন লাগার খবরটি নিশ্চিত করেছেন মেরুং ইউনিয়নে চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি।
মেরুং ইউনিয়নে চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি বলেন, দুপুরের দিকে ইজিবাইক বা টমটমের ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় আগুনের সূত্রপাত। মুর্হূতের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পরে। এতে এক ব্যবসায়ীর ফুলঝাড়ুর গুমাদ পুড়ে ছাই হয়ে যায়। এতে তার অন্তত ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের দুটা ইউনিট ।
দীঘিনালা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা রুবেল ত্রিপুরা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আশপাশে পানি না থাকায় দূর থেকে পাইপ লাইনের মাধ্যমে পানি এনে প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্টেশন কর্মকর্তা রুবেল আরও বলেন, অগ্নিকান্ডে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এসএ/দীপ্ত সংবাদ