দিনাজপুরে সাড়া ফেলেছে তিন শিক্ষার্থীর চায়ের দোকান “গ্রাজুয়েট চা ওয়ালা”। শহরের গোর-এ শহীদ ময়দানে, বিকাল থেকেই চা প্রেমীদের ভিড় জমে দোকানটিতে। এরইমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তাদের চা।
বিকাল ৪টা বাজতেই এই ভ্রাম্যমাণ চায়ের দোকেনে শুরু হয় তিনজনের কর্মযজ্ঞ। গ্র্যাজুয়েট চা-ওয়ালা নামের এই দোকনে পাওয়া যায় ‘গ্র্যাজুয়েট স্পেশাল চা, চিলি কাপ, হরলিকস, চকলেট, জাফরান ও ফ্রেঞ্চ ফ্রাই চা। আর এগুলো পরিবেশন করা হয় পোড়ামাটি ও প্লাস্টিকের কাপে। প্রতি কাপ চায়ের দাম ২০ থেকে ৬০ টাকা পর্যন্ত।
বেসরকারি পলিটেকনিক্যাল ইন্সটিটিউটে পড়ালেখা করেন এই তিন শিক্ষার্থী। প্রধান উদ্যোক্তা সুরুত জামান সুজন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ সেমিস্টারের ছাত্র। আর সাইফুল ইসলাম ও মোজাহিদুল ইসলাম রানা পড়ছেন একই বিভাগের ৭ম সেমিস্টারে। তিনজনের বাড়িই পঞ্চগড়ের দেবীগঞ্জে।
গত বছরের ১৮ নভেম্বর শুরু হয় গ্র্যাজুয়েট চা ওয়ালা’র যাত্রা। শহরের গোর-এ শহীদ ময়দানে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত চলে চায়ের দোকান।