রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

দিনাজপুরে সড়কের পাশে বাঁশেরহাটে প্রায়ই ঘটছে দুর্ঘটনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মহাসড়কের পাশে হওয়ায় দিনাজপুরের শতবর্ষী বাঁশেরহাটে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ জন্য নিরাপদ জায়গায় হাট সরিয়ে নেয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

দিনাজপুর জেলা সদরের চেহেলগাজী ইউনিয়নের উত্তর সাদিপুরে মহাসড়কের দুই পাশে রয়েছে সারি সারি বাঁশের পিল। মুলি, তল্লা, বরাক, বাইজ্জা ও বেথুয়াসহ নানা জাতের বাঁশ পাওয়া যায় এখানে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গা থেকে বাঁশ কিনতে এখানে ভিড় করেন পাইকাররা। মহাসড়কের পাশে হলেও বাঁশেরহাট নামেই এটি পরিচিত।

সড়কের পাশে হওয়ায় এ বাঁশের হাটকে কেন্দ্র কোরে প্রায়ই ঘটে দুর্ঘটনা। তাই হাটের জন্য নিরাপদ স্থানে জায়গা বরাদ্দ চান ব্যবসায়ীরা। বাঁশের হাটের ইজারাদার জানান, প্রতিবছর এই হাট থেকে সরকার ৫ থেকে ৭ লাখ টাকা রাজস্ব আদায় করে। তিনি জানান, বাঁশেরহাটে প্রতিদিন পঞ্চাশ থেকে এক লাখ টাকার বাঁশ বিক্রি হয়।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More