দিনাজপুরে বিশেষ অভিযান চালিয়ে ভুয়া ডিএসবি পুলিশ পরিচয়দানকারী আশিকুর ইসলাম আশিক (২৬) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে কোতয়ালি থানা পুলিশ।
বুধবার (২৬ জুলাই) দুপুর ১১ টার দিকে দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ভুয়া ডিএসবি পুলিশ চক্রের প্রতারককে গ্রেফতারের সংবাদ প্রেস কনফারেন্সের মাধ্যমে নিশ্চিত করেছেন।
আশিক দিনাজপুর সদর উপজেলার হরিহরপুর কাউয়াপাড়া মোসলেম উদ্দিনের ছেলে।
পুলিশ সুপার জানান, পুলিশের ডিএসবি পরিচয় দিয়ে পাসপোর্ট এর পুলিশ ভেরিফিকেশন পজিটিভ দিবে এমন কথা বলে ডাচ বাংলা রকেট এর মাধ্যমে ১ লক্ষ ২২ হাজার ৯৬ টাকা ও নগদ একাউন্টের মাধ্যমে ১১ লক্ষ টাকা প্রতারণা করে আত্মসাৎ করেছে বলে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রমাণ পাওয়া গিয়েছে।
তিনি আরও জানান, ২৫ শে জুলাই ভুয়া ডিএসবি আশিককে তার নিজ বাড়ি থেকে সদর সার্কেল জিন্নাহ আল মামুনের পরিকল্পনায় ও কোতোয়ালি অফিসার ইনচার্জ তানভিরুল ইসলামের নেতৃত্বে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় যেখানে ৩০ থেকে ৪০ টি মোবাইল সিম ব্যবহার করা হয়েছে।
এ ব্যাপারে দিনাজপুর কোতোয়ালি থানায় ৩৪/৫৯৩ নাম্বারে মামলা অজু করা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ