শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

দিনাজপুরে কিশোর কিশোরীদের মাঝে পুষ্টি সচেতনতা বাড়াতে নিউট্রিশন ক্লাবের সদস্যদের নিয়ে দিনব্যাপী পুষ্টি সচেতনতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টা দিকে জেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের নাইস প্রকল্পের মাধ্যমে গঠিত নিউট্রিশন ক্লাবের সদস্যদের নিয়ে শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে দিনব্যাপী পুষ্টি উৎসব অনুষ্ঠিত হয়।

পুষ্টি সচেতনতা বাড়াতে সিনজেন্টা ফাউন্ডেশন ফর সাসটেইনেবল এগ্রিকালচার,বিড ফাউন্ডেশন এবং ইএসডিও এর যৌথ উদ্দ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা: মো: এএইচএম বোরহানুল ইসলাম তালুকদার। এসময় তিনি কিশোর কিশোরীদের অংশগ্রহন নিশ্চিত করে পুষ্টি সচেতনতা বৃদ্ধির জন্য সকলের প্রতি আহবান জানান।

পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসম্মত জীবন ধারা সম্পর্কে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নাইস প্রকল্পরে মাধ্যমে, রংপুর সিটি কর্পোরেশন ও দিনাজপুর পৌরসভার মোট ৪০ টি স্কুলে নিউট্রিশন ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সংগঠনের সদস্যদের বিভিন্ন কার্যক্রমকে অন্যান্যদের মাঝে পৌছে দেয়ার জন্য সম্মিলিতভাবে এই পুষ্টি উৎসবের আয়োজন।

নিউট্রিশন ক্লাবের সদস্যরা নিজেদের স্টলে তাদের বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করেন। যেমন খুশি তেমন সাঁজো, পুষ্টিকর খাবার প্রদর্শনী, খাবারের গুণগত মান সম্পর্কে আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়। পুষ্টি উৎসবে প্রায় ৪০০ শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক অংশ নেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে আরও উপস্থিত ছিলেন, নাইস প্রকল্পরে প্রকল্প ম্যানেজার, মোশফেকুল আলম তালুকদার।


সুলতান মাহমুদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More