দিনাজপুরে ঐহিত্যবাহী হলিল্যান্ড কলেজের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠত হয়েছে।
রবিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় শহরের বালুবাড়ী লালুপাড়াস্থ নাজমা গার্ডেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দিনাজপুর হলি ল্যান্ড কলেজের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে রাখেন, হলি ল্যান্ড কলেজ পরিচালনা পর্ষদ এর সভাপতি প্রফেসর আব্দুর রউফ।
হলিল্যান্ড কলেজ অধ্যক্ষ ড. মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক সচিব প্রফেসর মোঃ আমিনুল হক সরকার, কলেজের উপাধাক্ষ মোঃ জহির উল্লাহ, কলেজ পরিচালনা পর্ষদের সহ সভাপতি সৈয়দ সায়েম আহমেদ মিঠু, ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন খোকন, অভিভাবক সদস্য শাহাদাৎ খান মুন্না, অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ কাওসার আলম, রংপুর সরকারী টিচার্স ট্রেনিং কলেজের ল্যাবরেটরি সহকারী (শিক্ষক প্রশিক্ষক) মোঃ রেজাউল করিম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক রেজওয়ানুর ইসলাম সৌরভ ও প্রভাষক (ইংরেজি বিভাগ) কামরুন নাহার। দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। জাতীয় সংগীত গাওয়ার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুরতে নবাগত শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়।
আলোচনা সভা শেষে হলি ল্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সুলতান মাহমুদ/মোরশেদ আলম/দীপ্ত নিউজ