দাবানলে বিধ্বস্ত প্রায় যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঙ্গরাজ্য হাওয়াইয়ের মাউই দ্বীপ। এখন পর্যন্ত ৮৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
দ্বীপটিতে মঙ্গলবার শুরু হওয়া দাবানল কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকশ‘ জন। দাবানলে প্রায় ২ হাজার ২০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে লাহাইনার প্রায় ৮০ শতাংশ স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
বাস্তুচ্যুতদের জন্য ছয়টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় সরকার। এদিকে, দাবানলে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
আল/দীপ্ত সংবাদ