ব্রাজিলকে ৪–১ গোলে হারিয়ে ল্যাটিন আমেরিকার প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
উরুগুয়ে–বলিভিয়া ম্যাচ ড্র হওয়ায় ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই আর্জেন্টিনার বিশ্বকাপ টিকিট নিশ্চিত হয়। এই ম্যাচটি তাই তাদের কাছে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে মর্যাদার লড়াই ছিলো। বুয়েন্স আয়ার্সে ৪ মিনিটেই হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ১২ মিনিটে এনজো ফার্নান্দেজ ব্যবধান দ্বিগুণ করেন। ২৬ মিনিটে ব্রাজিলের হয়ে ব্যবধান কমান ম্যাথিউ কুনহা। ৩৭ মিনিটে আর্জেন্টিনার তৃতীয় গোল করেন ম্যাক অ্যালিস্টার। বিরতির পর গিলিয়ানো সিমিওন গোল ব্যবধান আরো বাড়ান। এ নিয়ে দুই দলের সবশেষ পাঁচ লড়াইয়ে জয়হীন থাকলো ব্রাজিল।