প্রতিপক্ষ দলের স্টাফের দিকে থুতু নিক্ষেপের অপরাধে ৬ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ইন্টার মিয়ামির স্ট্রাইকার লুইস সুয়ারেজ। যদিও গত বৃহস্পতিবার নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছিলেন উরুগুয়ে তারকা। কিন্তু শেষ পর্যন্ত ক্ষমা চেয়েও কোনো লাভ হলো না, শাস্তি পেতেই হলো মিয়ামি স্ট্রাইকারকে।
সিয়ায়টল সাউন্ডার্স গত রোববার ঘরের মাঠের ফাইনালে জয় তুলে নেয় ৩–০ গোলে। রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজানোর পর হাতাহাতিতে জড়ায় দুদলের খেলোয়াড়রা।
লীগস কাপ আয়োজক কমিটির বিবৃতিতে বলা হয়, ‘শাস্তি পাওয়া চারজনকে জরিমানাও গুনতে হবে। লীগস কাপের নিয়ম অনুযায়ী এসব নিষেধাজ্ঞা আসন্ন আসরগুলোতে কার্যকর হবে। ’ অর্থাৎ, এ নিষেধাজ্ঞা আপাতত কেবল লীগস কাপেই কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে (এমএলএস) তাদের খেলা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। তবে বাড়তি শাস্তি দেওয়ার সুযোগ আছে বলে জানায় কর্তৃপক্ষ।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি এমএলএস। লীগস কাপ আয়োজিত হয় প্রতিবছর গ্রীষ্মে। তাই নিষেধাজ্ঞাগুলো কার্যকর হবে আসন্ন ২০২৬ আসর থেকে। অন্যদিকে, ফ্লোরিডার ক্লাবটির সঙ্গে সুয়ারেজ ও বুসকেটসের চুক্তি শেষ হয়ে যাবে চলতি মৌসুমের শেষদিকেই।
সেদিন হাতাহাতিতে জড়িয়ে সতীর্থ ও কোচরা মিলেও আটকে রাখতে পারেননি সুয়ারজকে। এক পর্যায়ে থুথু ছিটিয়ে বসেন সাউন্ডার্সের এক কোচিং স্টাফের দিকে। এ সময় বুসকেটসও ঘুষি মারেন প্রতিপক্ষের ওবেদ ভার্গাসকে। অন্যদিকে আভিলেস হয়ে ওঠেন সহিংস। অবশ্য, এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখ প্রকাশ করেন সুয়ারেজ। জানান, উত্তেজনার সে মুহূর্তে যা ঘটেছে তা নিয়ে কোনো সঠিক ব্যাখ্যা নেই তার কাছে। একই ঘটনায় মায়ামিও এক বিবৃতিতে নিন্দা জানায়।