চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানা ব্যারাক থেকে এএসআই মো. অহিদুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে থানা ব্যারাক টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ।
তিনি বলেন, শনিবার রাতে নাইট ডিউটি করেছিলেন এএসআই অহিদ। সকাল আটটায় তিনি ডিউটি শেষ করে থানায় আসেন এবং ব্যারাকে ঢুকেন। দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা ব্যারাক টয়লেট থেকে। কী কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন তা জানা যায়নি।
মো. অহিদুর রহমান নোয়াখালী জেলার কবিরহাট এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. শহিদুল্লাহ। অহিদুর রহমান চট্টগ্রাম জেলার চকবাজার থানায় সহকারী উপ–পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
চকবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, নাইট ডিউটি করার পর ফ্রেশ হতে টয়লেটে গিয়েছিলেন অহিদুর। পরে অনেকক্ষণ বের না হওয়ায় অন্যরা দরজায় টোকা দেন। কিন্তু তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখা যায়, তিনি ফাঁস দিয়েছেন। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চমেক কর্তব্যরত চিকিৎসক শামসুদ্দীন আহমেদ শিবলু জানান, ডান পাশে গলায় ঝুলন্ত অবস্থার দাগ রয়েছে। ময়নাতদন্ত শেষে পুরো বিষয়টি জানা যাবে।
এসএ