শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

থানা নয় যেন এক টুকরো সবুজ বাগান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

প্রকৃতি ও গাছপালা বরাবরই মানুষকে কাছে টানে। প্রতিটি মানুষ প্রকৃতির সৌন্দর্য্য উপভোগ করতে ভালোবাসে। এরমধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা সেই সৌন্দর্য্য গড়ে তোলে নিজের হাতে। এমনই একজন প্রকৃতিপ্রেমী নওগাঁর রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। থানা প্রাঙ্গণের পরিত্যক্ত জমিতে তিনি গড়ে তোলেন বিষমুক্ত সমন্বিত সবজির বাগান। তাঁর গড়া এ সবজির বাগান ইতোমধ্যেই সাধারণ মানুষদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

বর্তমানে পুরো থানা প্রাঙ্গন একটি সবুজের বেষ্টনীতে পরিণত হয়েছে।

নিজ হাতে গড়ে তোলা এই বাগান প্রসঙ্গে ওসি আবুল কালাম বলেন, ‘যোগদানের পরই এ থানার পরিত্যক্ত জমিগুলোতে চাষাবাদ শুরুর উদ্যোগ নিই। থানার উত্তরের ছোট বাগানটিকে সম্প্রসারিত করে সেখানে উপজেলা কৃষি বিভাগের সহায়তায় শীতকালীন বিভিন্ন সবজির চাষ শুরু করি। বর্তমানে বাগানে পেঁয়াজ, বেগুন, মরিচ, ধনিয়া, স্কোয়াশ, সূর্যমুখী, লালশাক, সবুজশাক, ঢেঁড়স, পেঁপে, সজনে, লাউসহ বিভিন্ন সবজির গাছ শোভা পাচ্ছে। এছাড়াও বড়ইবাগানের বড়ই গাছে শোভা পাচ্ছে নানা ধরনের বড়ই।

এ থানায় কর্মরত সবাই এই বাগাটিতে সময় দেয়ার চেষ্টা করি। 

থানা প্রাঙ্গণের বাগানে ওসি আবুল কালাম।

তিনি আরও বলেন, থানা মূল ভবনের মাঝখানের পরিত্যক্ত জায়গাটিতেও শোভা পাচ্ছে ড্রাগন,বেদানা ফলসহ নানা ফলগাছ। তাছাড়া গোলাপ, পাতাবাহারসহ বিভিন্ন ফুল গাছে ফুটে থাকা ফুল দেখলেই অন্যরকম ভালোলাগা কাজ করে। আমি আশা রাখি পরবর্তীতে যারা এই থানায় আসবেন তারাও এই সৃজনশীল কাজগুলোর ধারাবাহিকতা অব্যাহত রাখবেন।

থানায় সেবা নিতে আসা উপজেলার পারইল গ্রামের বাবলু রহমান বলেন, একসময় থানা প্রাঙ্গণকে মনে হত একটি ছোটখাটো জঙ্গল। কিন্তু এখন থানায় এসে কাজ শেষে পুরো প্রাঙ্গণটিকে একবার ঘুরে না দেখলে মনে একটি অতৃপ্তি থেকে যায়। বিশেষ করে সবজির বাগান, মসজিদ সংলগ্ন স্থানে ফুলের ছোট্ট বাগান ও থানার মূল ভবনে প্রবেশ করতেই সুসজ্জিত ফুলের বাগান দেখে চোখ জুড়ে যায়।

তিনি আরও বলেন, এই বাগান দেখে আমি যেমন অভিভূত হয়েছি তেমনি অনুপ্রাণিতও হয়েছি। আমরা যদি এভাবে নিজেদের পরিত্যক্ত জমিতে এই ধরনের শখের বাগান তৈরি করি তাহলে আমরাসহ পুরো বাংলাদেশ বিষমুক্ত সবজি উৎপাদনে স্বাবলম্বী হবে।

 

এমি/দীপ্ত

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More