চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারে ভোক্তা অধিকারের অভিযানে জব্দ করা হয়েছে ত্বক ফর্সাকারি ভেজাল ক্রিম ও প্রশাধনী। ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযুক্ত ব্যবসায়ীকে।
ত্বক ফর্সাকারী ক্রিমে ব্যবহার হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল। শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর ত্বক ফর্সাকারী ক্রিম স্ক্রিনশাইন। যেটিতে ক্ষতিকর হাইড্রোকুইন কেমিক্যাল ৫ পিপিএম থাকার কথা। অথচ পাওয়া গেছে ২০ লাখ পিপিএম। ছিল নিষিদ্ধ মার্কারি, ত্বক ফর্সাকারী নিউফেইস, ডিউ ও নুর গোল্ড ক্রিমও। এই পণ্যগুলোর নেই বিএসটিআই‘র অনুমোদন।
রবিবার (২০ আগস্ট) দুপুরে চট্টগ্রামের রিয়াজুদ্দিন বাজারের রায় মার্কেটের মজিব এন্টারপ্রাইজে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পাওয়া যায় ভেজাল এই প্রসাধনী। মালিককে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা।
অভিযানে পাওয়া যায়, ভারতসহ দেশি–বিদেশি অনুমোদনহীন নানা প্রসাধনীও। জব্দ করা প্রসাধনীগুলো ধ্বংস করা হবে বলে জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ