১৯
উৎপাদন কমাতে একমত হয়েছে সর্বোচ্চ তেল উত্তোলনকারী দুই দেশ সৌদি আরব ও রাশিয়া।
এ লক্ষ্যে দেশ দুটি ডিসেম্বর পর্যন্ত আরও তিন মাসের জন্য দৈনিক তেলের উৎপাদন ১.৩ মিলিয়ন ব্যারেল হ্রাস করবে।
সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জানায়, রিয়াদ দৈনিক এক মিলিয়ন ব্যারেল করে উৎপাদন হ্রাস করবে।
তেলের উৎপাদন আবারো হ্রাস করার সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষাপটে মঙ্গলবার তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে গেছে।
রাশিয়া জানিয়েছে, দিনে তিন লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে তারা। তেল বাজারে ‘স্থিতিশীলতা ও ভারসাম্য‘ প্রতিষ্ঠার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি তাদের।
এসএ/দীপ্ত নিউজ