দেশের উত্তরাঞ্চলে আজ তাপমাত্রা বেশ কমে গেছে। মাঘের শীতে পঞ্চগড়ের জনজীবনে নেমে এসেছে দুর্বিষহ অবস্থা। এখানে তাপমাত্রার পারদ নেমে এসেছে ৫ ডিগ্রি সেলসিয়াসে।
রবিবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৫ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে দেশের সবচেয়ে কম।
পঞ্চগড় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শীতে দারিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য সরকারিভাবে সাড়ে ৩৩ হাজার শীতবস্ত্র বিতরণ করা হলেও তা এ জেলার চাহিদার কাছে পর্যাপ্ত না হওয়ায় বিভিন্ন সংগঠন ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয় সচেতন মহল।
উল্লেখ্য, গত শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় মৌসুমের ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২৭ জানুয়ারি) রেকর্ড করা হয় ৭.২ ডিগ্রি সেলসিয়াস।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, রাজশাহী ও রংপুর বিভাগের সব জেলা এবং দেশের অন্য ১২ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে। সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারির ১ ও ২ তারিখ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিকে দিনাজপুরে আজ সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সকালে তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া উত্তরের অন্যান্য জেলাতেও তাপমাত্রা কমে গেছে। কুয়াশা ও হিমশীতল বাতাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের।
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমেনি শীত
এসএ/দীপ্ত নিউজ