আলোচিত আইনজীবী ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজের ডক্টরেট ডিগ্রি ভুয়া, তিনি পিএইচডি সম্পন্ন করেননি বলে জানিয়েছে সিডনি‘র ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস (ইউএনএসডব্লিউ)।
রবিবার (৪ মে) সকালে বাড়ি সংক্রান্ত মামলায় এ সংক্রান্ত তথ্য আপিল বিভাগে দাখিল করেছে রাষ্ট্রপক্ষ।
বিষয়টি জানিয়েছেন আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার।
তুরিন আফরোজ ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেননি বলে ইমেইল মাধ্যমে জানিয়েছে সিডনি‘র ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষ বলছে, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসে চিঠি দিয়ে তুরিন আফরোজের নথি চাওয়া হয়েছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় সরাসরি জানিয়েছে, এ সংক্রান্ত কোনো নথি তাদের কাছে নেই। এমনকি এই নামে কেউ কখনো তাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছিলেন বলেও কোনো তথ্য নেই।
এসএ