শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪
শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

তুরস্কের সামরিক হামলায় আইএস প্রধান নিহত

সিরিয়ায় তুরস্কের সামরিক হামলায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতা আবু হুসেইন আলকুরেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে করেছে তুরস্ক। তুর্কি বাহিনী হত্যা করেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান।

সোমবার (১লা মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন নেতাকে তুর্কি বাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নিহত সন্দেহভাজন ওই আইএস প্রধানের নাম আবু হুসেইন আলকুরায়শি। তার পূর্বসূরি নিহত হওয়ার পর গত বছর তিনি ওই জঙ্গি গোষ্ঠীর দায়িত্ব নিয়েছিলেন।

টিআরটি তুর্ক সম্প্রচারমাধ্যমে এক সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, শনিবার সিরিয়ায় তুরস্কের জাতীয় গোয়েন্দা সংগঠনের এক অভিযানের অংশ হিসেবে কুরেশিকে নিঃশেষ করে দেওয়া হয়েছে।

অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য না দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, যে কোনও মূল্যে আমরা সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাবো।

জিহাদি সংগঠনটি গত নভেম্বরে তাদের নেতা আবু আলহাসান আলহাশেমি আলকুরেশির মৃত্যুর ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্র বলছে, ২০২২ সালের অক্টোবরের মাঝামাঝিতে দক্ষিণপশ্চিম সিরিয়ায় বিদ্রোহী ফ্রি সিরিয়ান আর্মির অভিযানে তিনি নিহত হন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে পূর্ববর্তী নেতা আবু ইব্রাহিম আলহাশিমি আলকুরায়শি বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে এবং তার পরিবারকে হত্যা করার পর তিনি সংগঠনটির দায়িত্ব নিয়েছিলেন।

 

অনু/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More