ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের পাশে দাঁড়িয়েছে ৭০ দেশের উদ্ধারকর্মীরা। মিত্র দেশ ছাড়াও তুরস্কের সহায়তায় এগিয়ে আসে ইউরোপ, এশিয়া, ও আফ্রিকার অনেক দেশ। এছাড়া ত্রাণ পাঠিয়েছে প্রায় শতাধিক দেশ।
বিশেষজ্ঞদের মতে, ৪৫ সেকেন্ড কম্পন এবং এর কেন্দ্রস্থল খুব গভীরে না হওয়ায় ক্ষয়ক্ষতির তীব্রতা স্মরণকালের সব ইতিহাস ছাপিয়েছে। তুরস্কের শ্রমখাতও ক্ষতির মুখে পড়েছে। আর্থিক হিসাবে যা হবে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির দক্ষিণ–পূর্বাঞ্চলের ১০টি প্রদেশের ১ কোটি ৩৫ লাখ মানুষ।
তুরস্কের কয়েক হাজার আবাসিক ভবন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। ফাটল ধরেছে কয়েক হাজার স্থাপনায়। এছাড়াও অবকাঠামো, রাস্তাঘাট ও পাওয়ার গ্রিডের পাশাপাশি হাসপাতাল ও স্কুলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সংস্কার করতে প্রায় ৭০ দশমিক ৮ বিলিয়ন ডলার প্রয়োজন। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানান, এক বছরের মধ্যে আবাসন পুনঃনির্মাণ কাজ শেষ করবে সরকার। এর জন্য প্রাথমিকভাবে প্রায় ১০০ বিলিয়ন লিরা বা ৫ দশমিক ৩ বিলিয়ন ইউএস ডলার বরাদ্দ করা হয়েছে।
ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে পুনরূদ্ধার প্রচেষ্টাসহ দুর্যোগ সম্পর্কিত কর্মকাণ্ডে দেশটির খরচ জিডিপির শতকরা প্রায় ৫ দশমিক ৫ ভাগ হতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ব্লুমবার্গ ইকোনমিক্স। ধারণা করা হচ্ছে জাতীয় আয়ের ক্ষেত্রে ১০ দশমিক ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।
অনু/দীপ্ত