‘তুফান পোষ মানে না, পোষ মানায়‘, ‘তুফান খুব ভয় পাইছি রে…’ ঈদুল আযহায় মুক্তি পাওয়া ‘তুফান‘ সিনেমার এই দুইটি সংলাপ দর্শকদের বেশ আকৃষ্ট করেছে। ছবিটির সাফল্যের পেছেন এর সংলাপ ও চিত্রনাট্যের মুন্সিয়ানার প্রশংসা শোনা যায় দর্শকদের মুখে।
ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ পরিচালনা করেছেন রায়হান রাফী। এর গল্প লিখেছেন পরিচালক নিজেই। তবে চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তরুণ চিত্রনাট্যকার আদনান আদীব খান। দীপ্ত টিভিকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন ‘তুফান‘র চিত্রনাট্য ও সংলাপ লেখার পেছনের গল্প।
এর আগে অমিতাভ রেজা পরিচালিত সুপারহিট সিনেমা ‘আয়নাবাজি‘র সংলাপ রচনা করে আলোচনা আসেন আদীব। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত অ্যানিমেশন ফিল্ম ‘মুজিব ভাই‘ এরও সংলাপ ও চিত্রনাট্য তার। বিরতি ভেঙে ফিরলেন ‘তুফান‘ নিয়ে।
আদীবের ভাষায়, ”রাফী ভাই ‘তুফান‘র গল্প লেখার পর, আমাকে এতে যুক্ত করেন। শুরু থেকেই আমাদের টার্গেট ছিল, এমন কিছু সংলাপ ছবিটিতে দেওয়া হবে, যাতে তা মানুষের মনে দাগ কাটে। দর্শক যাতে মনে রাখেন, তেমন সংলাপ করার চেষ্টা ছিল শেষ পর্যন্ত। কোন অশ্লীল ডায়লক যাতে ঢুকে না যায়, সে বিষয়েও খুব সতর্ক ছিলাম।”
‘তুফান‘ মুক্তির পর ছবিটির চিত্রনাট্য নিয়ে অনেকের অভিযোগ, বলিউডের ৪–৫টি সিনেমা থেকে দৃশ্য নিয়ে তা একত্র করে ‘তুফান‘র গল্পকে এগিয়ে নেওয়া হয়েছে। এই বিষয়ে সোজাসাপ্টা জবাব চিত্রনাট্যকারের, বলেন– ”দেখুন, ‘তুফান‘ একটি গ্যাংস্টার সিনেমা। এই ধরণের সিনেমাগুলোর প্যাটার্ন অনেকটাই এক। যারা এমন মিল খুঁজছেন, হয়তো তারা তাদের পূর্বের দেখা বলিউড সিনেমার সঙ্গে মিলিয়ে ফেলছেন। কিন্তু হলিউডের অনেক গ্যাংস্টার সিনেমা আছে, যেগুলো দেখলে তারা সেগুলোর সঙ্গেও ‘তুফান‘কে মিলিয়ে ফেলবেন। ‘তুফানে‘ আমরা একেবারেই মৌলিক গল্প তুলে ধরার চেষ্টা করেছি। চেয়েছি গল্পের নাটকীয়তা দিয়ে দর্শকদের ধরে রাখতে।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ থেকে পড়াশোনা করেছেন আদনান আদীব খান। বর্তমানে চাকরি করছেন একটি বিজ্ঞাপনী সংস্থায়। পেশাগত কাজের ফাঁকে সুযোগ পেলে লেখালেখিতেও ব্যস্ত হন। ফুসরত হলে দাঁড়িয়ে পড়েন ক্যামেরার সামনে। তবে সেটা খুবই কম।
‘তুফান‘ ছবির কমেডি চরিত্র ‘হিরো রাজ‘-এ অভিনয় করতে দেখা গেছে আদনান আদীব খানকে। কুড়িয়েছেন প্রশংসাও।
শোনালেন চিত্রনাট্যকার থেকে অভিনয়ে ঢুকে যাওয়ার গল্প, ‘হিরো রাজ চরিত্রটি ডায়লগ যখন লেখা হলো, তখন আমি পরিচালক রাফী ভাই ও প্রযোজক শাকিল ভাইকে তা অভিনয় করে শোনাই। তারা দু‘জনই সংলাপগুলো আমার মুখে বলার ভঙ্গি দেখে হেঁসে গড়াগড়ি খেতে থাকেন! তখন দু‘জনই বলেন, এই চরিত্রটা আমাকেই করতে হবে, পরে আর তো উপায় নেই, অভিনয়ও করে ফেললাম।”
‘তুফান‘ ছবি নিয়ে দর্শকদের মধ্যে বেশকিছু প্রশ্ন জেগেছে, আদীব জানালেন– এসবের উত্তর হয়তো ‘তুফান –২‘ এ খুঁজে পাবেন সবাই। যার জন্য অপেক্ষার প্রহর গুনতে হবে।
জহিরুল মোহসান/এসএ/দীপ্ত সংবাদ