সোমবার, অক্টোবর ২০, ২০২৫
সোমবার, অক্টোবর ২০, ২০২৫

তীরে এসে তরী ডুবল বাংলাদেশের

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নারী ওয়ানডে বিশ্বকাপে প্রথম পাঁচ ম্যাচে একটি জয় পেলেও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের কাছে ভারত হেরে যাওয়ায় সেমিফাইনালে ওঠার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের মেয়েদের। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে সাত রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল জ্যৌতিরা।

এমন ম্যাচে ছন্দ ফিরে পেয়েছিলেন জ্যোতি। প্রথম পাঁচ ম্যাচে মাত্র ৭১ রান করা ডানহাতি ব্যাটার শ্রীলঙ্কা ম্যাচে খেললেন ৭৭ রানের ইনিংস। জ্যোতির আগে হাফ সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার সুপ্তাও। তাদের দুজনের হাফ সেঞ্চুরির পরও শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। জিততে হলে শেষ ওভারে ৯ রান করতে হতো বাংলাদেশের মেয়েদের। সেই সমীকরণ মেলাতে পারেনি তারা।

 

শেষ ওভারে চামারি আত্তাপাত্তুর প্রথম বলেই লেগ বিফোর উইকেট হয়ে ফেরেন রাবেয়া খান। পরের বলে মিড অফে ঠেলে দিয়ে সিঙ্গেল নেয়ার চেষ্টায় রান আউট হয়েছেন নাহিদা আক্তার। তখনো ম্যাচ জিততে ৪ বলে প্রয়োজন ছিল ৯ রান। সেই সময় আতাপাত্তুর ফুলার লেংথ ডেলিভারিতে উড়িয়ে মারার চেষ্টায় লং অফে ক্যাচ দিয়েছেন ৭৭ রান করা জ্যোতি। পরের বলে আউট হয়েছেন মারুফা আক্তারও। ৬ বলে ৪ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এমন হারে নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জ্যোতিসুপ্তারা।

এর আগে নাবি মুম্বাইয়ে জয়ের জন্য ২০৩ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন রুবাইয়া হায়দার ঝিলিক। পেসার উদেশিকা প্রবাধোনির বেরিয়ে যাওয়া বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। পরবর্তীতে জুটি গড়ার চেষ্টা করেন সুপ্তা ও ফারজানা হক পিংকি। জুটি দীর্ঘস্থায়ী হলেও প্রত্যাশিতভাবে রান তুলতে পারেননি তারা। পাওয়ার প্লে শেষে জুটি ভাঙে ফারজানার রান আউটে।

হার্শিতা সামারাবিক্রমার সরাসরি থ্রোতে রান আউট হয়েছেন ৩৫ বলে ৭ রান করে। ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি সোবহানা মোস্তারি। সুগান্ধিকা কুমারির বলে পুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে ভিশমি গুনারত্নেকে ক্যাচ দিয়েছেন ৮ রানে। দ্রুতই দুই উইকেট হারানোর জুটি গড়ে তোলেন সুপ্তা ও জ্যোতি। তাদের দুজনের ব্যাটেই এগোতে থাকে বাংলাদেশ। শুরুতে একটু দেখেশুনে খেললেও পরবর্তীতে দ্রুত রান তুলেছেন তারা।

 

সাবধানী ব্যাটিংয়ে ৮১ বলে হাফ সেঞ্চুরি তুলেন সুপ্তা। পঞ্চাশ ছোঁয়ার পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি ডানহাতি এই ব্যাটার। ৬৪ রানে ব্যাটিং করার সময় পেশিতে টান লাগে সুপ্তার। ফিজিও প্রাথমিক চিকিৎসা দিলেও ঠিকঠাক হাঁটতে পারছিলেন না তিনি। যার ফলে মাঠ ছাড়তে হয় তাকে। সুপ্তা মাঠ ছাড়ার পর জ্যোতির সঙ্গে জুটি গড়েন স্বর্ণা। একটু পর ৭২ বলে হাফ সেঞ্চুরি করেছেন জ্যোতি। চলতি নারী বিশ্বকাপে এটাই তাঁর প্রথম পঞ্চাশ ছোঁয়া ইনিংস। দারুণ ব্যাটিংয়ে স্বর্ণাকে সাথে নিয়ে বাংলাদেশক টানতে থাকেন জ্যোতি।

স্বর্ণাকে ফিরিয়ে জুটি ভাঙেন আতাপাত্তু। ডানহাতি লেগ স্পিনারের লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন স্বর্ণা। আউট হওয়ার আগে ২৭ বলে ১৯ রান করেছেন তিনি। পরবর্তীতে সবাই ছিলেন আসাযাওয়ার মিছিলে। শেষ ৯ বলে ৫ উইকেট হারায় বাংলাদেশের মেয়েরা। ফলে সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে না পেরে হারতে হয়েছে তাদের। সুপ্তা ও জ্যোতির হাফ সেঞ্চুরির পরও ১৯৫ রানে থেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার হয়ে একাই চারটি উইকেট নিয়েছেন আতাপাত্তু।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। ইনিংসের প্রথম বলেই মারুফার ভেতরে ঢোকা ডেলিভারিতে লেগ বিফোর উইকেট হয়েছেন ভিশমি। আম্পায়ার শুরুতে আউট না দিলেও পরবর্তীতে রিভিউ নিয়ে তাকে ফেরায় বাংলাদেশ। তবে দ্বিতীয় উইকেটে দারুণভাবে প্রতিরোধ গড়ে তোলেন আতাপাত্তু ও হাসিনী। একেবারে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন আতাপাত্তু। তাদের দুজনের ব্যাটেই পাওয়ার প্লেতে আর কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৬৪ রান তোলে শ্রীলঙ্কা।

পাওয়ার প্লে শেষে অবশ্য তাদের ৭২ রানের জুটি ভাঙেন রাবেয়া। ডানহাতি লেগ স্পিনারের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন ৪৩ বলে ৪৬ রান করা আতাপাত্তু। দ্রুতই ফেরেন হার্শিতা ও কাভিশা। একশতে ৪ উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে লঙ্কানরা। যদিও সেই চাপ বাড়তে দেননি হাসিনী ও ডি সিলভা। তাদের দুজনের ব্যাটেই একটু একটু এগিয়ে যেতে থাকে তারা। সাবধানী ব্যাটিংয়ে ৬৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন পেরেরা। শেষ পর্যন্ত ২০২ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে স্বর্ণা তিনটি ও রাবেয়া দুইটি ‍উইকেট নিয়েছেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More