তিন নম্বর পজিশনে নিয়ে সবসময় ধোঁয়াশা থেকে যায়। কে ব্যাট করবেন এই পজিশনে এমন একটা প্রশ্ন বার বার উঠে। কিন্তু এই তিন নম্বর পজিশনে সাকিব আল হাসানকে নতুন করে চিনেছিল ক্রিকেট বিশ্ব। তবে ওয়ানডে ক্রিকেটে এই পজিশনে আর ব্যাটিং করতে দেখা যাবে না সাকিবকে, এই তথ্য জানিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
এই পজিশনে ব্যাটিং করতে নামলেই নিয়মিত রান পেতেন বাঁহাতি এই অলরাউন্ডার। ২০১৯ বিশ্বকাপের পর থেকে সাকিব আল হাসানই এই পজিশনে ব্যাট করে আসছেন। তবে চলতি ইংল্যান্ড সিরিজে ব্যাট হাতে নাজমুল হোসেন শান্তকে দেখা গেছে এই পজিশনে।
সোমবার (৬ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এসে সাকিবের ব্যাটিং পজিশন প্রসঙ্গে তামিম জানান, এখন থেকে আর তিনে ব্যাট করবেন না সাকিব। চার অথবা পাঁচ নম্বর পজিশনে দেখা যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারকে।
তবে পাঁচে ব্যাটিং করেও খুব একটা খারাপ ব্যাট করেননি তারকা এই ক্রিকেটার। সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ রান করলেও পরের ম্যাচে করেন ৫৮ রান। আর সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাট করতে নেমে করেছেন ৭৫ রান। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সেই সিরিজের শেষ ম্যাচে জয় পায় বাংলাদেশ।
আল/দীপ্ত