বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

তিন হাজার মোটরসাইকেল নিয়ে উন্নয়ন শোভাযাত্রা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে বিশাল বর্ণাঢ্য মোটরসাইকেলের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ অক্টোবর) সকালে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়ে ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকা বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এতে প্রায় তিন হাজার মোটরসাইকেল, ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস নিয়ে নেতাকর্মীরা সরকারের জাতীয় ও স্থানীয় উন্নয়নের ছবি সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বর্নাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহন করেন। শোভাযাত্রা শেষে সরকারি আকবর আলী কলেজ মাঠে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় সংসদ সদস্য নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, খুব শীঘ্রই দেশে আবারো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার দেশের মানুষের কল্যানে নানা উন্নয়ন প্রকল্প সম্পন্ন করেছে। সিরাজগঞ্জের মানুষও এই উন্নয়নের ধারাবিহকতায় বঙ্গবন্ধু রেলসেতু, ইকোনোমিক জোন, বেসিক শিল্পপার্ক, আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জসহ নানা প্রকল্পের মাধ্যমের উন্নয়নের ধারায় যুক্ত হয়েছে। তাই আবারো নৌকাকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান জানান।

তিনি আরো বলেন, বিএনপিজামায়াত এখনো বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা আবারো অগ্নি সন্ত্রাস করতে পারে তাই সবাইকে সতর্ক থাকতে হবে। প্রতিটি নেতাকর্মীকে সরকারের উন্নয়ন ও আগামীর পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিটি গ্রামের সাধারন মানুষের মাঝে ছড়িয়ে দিতে আরো বেশী বেশী উঠান বৈঠক, পথসভা করতে বলেন তিনি।

 

সিরাজুল ইসলাম/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More