দেশের কোথাও নেমেছে স্বস্তির বৃষ্টি, আবার কোথাও রয়েছে তীব্র গরম। সকালে ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়াই জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। তবে দেশের তিন জেলা যথাক্রমে নরসিংদী, টাঙ্গাইল ও গাজীপুরে বজ্রপাতে নিহত হয়েছেন সাতজন।
এরমধ্যে নরসিংদী জেলায় আলাদা স্থানে বজ্রপাতে মা–ছেলেসহ চারজন, টাঙ্গাইলে দুই ভাই ও গাজীপুরের শ্রীপুরে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) সকাল ১০টায় নরসিংদী সদর উপজেলার আলোকবালী উত্তরপাড়া এবং হাজীপুরে বজ্রপাত চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন– আলোকবালী উত্তরপাড়ার কামাল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৫০), তার ছেলে ইকবাল হোসেন (১২) এবং ধান কাটা শ্রমিক করম আলীর ছেলে কাইয়ুম মিয়া (২২) এবং হাজীপুর ইউনিয়নের চকপাড়ায় বজ্রপাতে মোছলেহউদ্দিন (৫০)।
এদিকে, গাজীপুরের শ্রীপুরে ধান শুকানোর সময়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে ফাতেমা আক্তার (৪৫) নামে এক নারীর। শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এছাড়াও টাঙ্গাইলের কালিহাতিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই খালাতো ভাই আমির হোসেন (৫২) ও আফজার হোসেনের (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মে) সকালে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
এসএ/দীপ্ত সংবাদ