নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেড়াতে এসে সরকারি তিতুমীর কলেজের ২৫ শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের রবিবার (১২ মার্চ) রাতে সোনারগাঁ পৌরসভার আমিনপুর এলাকা গ্রেফতার করা হয়।
এদিকে গ্রেফতারের পরদিন সোমবার (১৩ মার্চ) ৩ জনের জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথীর আদালত ওই আদেশ দেন তিনি।
বিষয়টি সোমবার (১৩ মার্চ) বিকেলে নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ।
জামিনপ্রাপ্তরা হলেন- আসাদ (৩২), রুবেল বিশ্বাস (২৮) ও রাব্বি (২৫)।
জামিনের বিষয়টি নিশ্চিত করেন আদালত পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) আসাদুজ্জামান। তিনি বলেন, প্রত্যেককে ১ হাজার টাকা বন্ডে জামিন দেওয়া হয়েছে। আসামীদের পক্ষে জামিন শুনানী করেন এড. আব্দুল হানিফ।
এর আগে, শনিবার (১১ মার্চ) দিবাগত রাতে সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র মো. ইসহাক মিয়া বাদী হয়ে তিনজনের নামসহ ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁয়ের পানাম নগরীতে শনিবার (১১ মার্চ) বেড়াতে আসেন তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ৯০ শিক্ষার্থী। সন্ধ্যায় ফেরার পথে মেয়ে শিক্ষার্থীরা আমিনপুর মাঠে স্থানীয় দুর্বৃত্তদের ইভটিজিংয়ের শিকার হন। পরে ছেলে শিক্ষার্থীরা প্রতিবাদ করায় ১০-১৫ জনের একটি দল লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এ সময় বাস ভাঙচুরসহ শিক্ষার্থীদের পিটিয়ে আহত করে তারা। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, হামলার ঘটনায় তিন আসামিকে রোববার (১২ মার্চ) রাতে সোনারগাঁ পৌরসভার আমিনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
এমি/দীপ্ত