টাঙ্গাইল শহরের বটতলার একটি ভবন থেকে খাদিজা আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।
রবিবার (৩ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইল সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত খাদিজার বাড়ি কালিহাতী উপজেলার দূর্গাপুরে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত খাদিজা ও তার স্বামী রাশেদুল ইসলাম শহরের বটতলায় একটি ফ্লাটে ভাড়া থাকতেন। পরে নিপা আক্তার নামে এক মহিলাকে সাবলেট হিসাবে ভাড়ায় উঠায় খাদিজার স্বামী। কয়েক দিন যাবত খাদিজা ও রাশেদুলের মধ্যে পারিবারিক কলহ চলছিল, নিপার সাথে রাশেদুলের পরকিয়া সম্পর্ক ছিলো বলে সন্দেহ করতো খাদিজা।
পুলিশ আরও জানান, বাসা তালাবদ্ধ দেখে বাসার মালিক খাদিজার সন্ধান করে। পরে তারা বাসার তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে খাদিজার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/দীপ্ত নিউজ