বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছন সিঙ্গাপুর বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (৮ মে) লন্ডনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামছুর রহমান ফিলিপের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সিনিয়র সহ–সভাপতি আশরাফুর রহমান রবিন, সিনিয়র সহ–সাধারণ সম্পাদক আবু সায়েম আজাদ, সহ–সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে বিএনপির চলমান রাজনৈতিক কর্মকাণ্ড, প্রবাসী নেতাকর্মীদের ভূমিকা, এবং প্রবাস থেকে আন্দোলনে অংশগ্রহণ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। তারেক রহমান সিঙ্গাপুর বিএনপির নেতাদের সংগঠন পরিচালনায় নিষ্ঠা ও আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দলের লক্ষ্য অর্জনে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।