কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে উড়িয়ে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জেতার স্বাদ পেল বরিশাল। বিপিএলে এর আগে তিনবার ফাইনাল খেললেও জিততে পারেনি শিরোপা। অবশেষে বরিশালের সেই হাহাকারের আনন্দময় সমাপ্তি হলো তামিমের হাত ধরে।
শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের–ই–বাংলা স্টেডিয়ামে দশম আসরের ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন অঙ্কন।
জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান এসেছে কাইল মেয়ার্সের ব্যাট থেকে। তাছাড়া ৩৯ রান করেছেন তামিম ইকবাল।
৮২ রানে দুই ব্যাটার ফেরার পর আর কোনো উইকেট হারাতে হয়নি বরিশালের। মুশফিকুর রহিমকে সঙ্গী করে ঝড় তোলেন মায়ার্স। জয় থেকে ১৪ রান দূরে থাকতে মায়ার্সের উইকেট তুলেন মোস্তাফিজুর রহমান। পাঁচটি চার ও দুটি টি ছক্কায় ৩০ বলে ৪৬ রান করেন মায়ার্স।
মায়ার্স ফেরার পর মোস্তাফিজের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান মুশফিকুর রহিম। ১৭ বলে ১৩ রান করেন এই উইকেট রক্ষক ব্যাটার।
পরে মাহমুদউল্লাহ রিয়াদ ও ডেভিড মিলার বরিশালকে জয়ের বন্দরে পৌঁছান। মিলার ৭ বলে ৮ রান করেন। আর মাহমুদউেই অপরাজিত থাকেন ৭ বলে ৭ রানে।
কুমিল্লার হয়ে মঈন আলী ৪ ওভারে ২৮ রান খরচায় নেন দুটি উইকেট। ৪ ওভারে ৩১ রান খরচায় মোস্তাফিজও নেন দুটি উইকেট।
আল / দীপ্ত সংবাদ