গত কয়েকদিনে দেশের ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় সাকিব–তামিম বন্ধুত্ব। ২০০৭ সালের পর থেকে দেশের ক্রিকেটকে দুজন মিলে উজাড় করে দিয়েছেন অনেককিছুই। একসময় প্রাণের বন্ধু সাকিব–তামিম একসাথে বহু বছর খেললেও বর্তমানে দুজন যেন দুই ভুবনের বাসিন্দা।
সম্প্রতি নগদের ম্যানেজিং ডিরেক্টর তানভির এ. মিশুক তাঁর ভেরিফাই ফেইসবুক পেইজে সাকিব–তামিমকে একসাথে নিয়ে একটা ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘স্বপ্ন এবং সাহস থাকলে সব সম্ভব!!’
এরপরই নেট দুনিয়াই মুহূর্তেই ভাইরাল হয় এক বিজ্ঞাপন। সেখানে দেখা যায় দ্বন্দ্ব মিটে দুজনেই বলেছেন এক হওয়ার কথা। আর সেই বিজ্ঞাপনের সূত্রেই বহুদিনের পুরানো এক পাওনা মিটিয়েছেন সাকিব আল হাসান।
ভিডিওতে দেখা যায়, মোবাইল ব্যাঙ্কিং সার্ভিস ব্যবহার করে তামিমের পাওনা ৩০ টাকা পরিশোধ করছেন সাকিব। সেইসঙ্গে ফতুল্লার ম্যাচে নিজেদের যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার স্মৃতিচারণও করেছেন দুই ক্রিকেটার।
বিজ্ঞাপনে এক হলেও সহসা দেশের জার্সিতে এক হতে পারছেন না দেশের এই দুই বড় তারকা।
আল / দীপ্ত সংবাদ