গত মঙ্গলবার রাতে তামিম ইকবালকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। ডাক্তাররা তাকে সতর্ক করে ধূমপান ত্যাগের বিধিনিষেধ দিয়েছেন ।
বৃহস্পতিবার (২৭ মার্চ ) তামিমের স্বাস্থ্যের বর্তমান অবস্থা নিয়ে প্রেস বিফ্রিং করে মেডিকেল বোর্ডের সদস্যরা। সেখানে কর্তব্যরত ডাক্তাররা জানান, তামিম প্রাথমিক অবস্থায় সেরা চিকিৎসাটা পেয়েছে। এমনটা মাত্র ২ শতাংশ মানুষ পায়। আর তাতে তাৎক্ষণিকভাবে যারা সিপিআর দিয়েছেন এই ক্রেডিট অর্থাৎ তামিমের বেচে থাকার ক্রেডিট তাদের প্রাপ্য। আমরা তাদেরকে ধন্যবাদ দিতে চাই।’
তামিমের জীবনাচরণ পরিবর্তন নিয়ে তারা জানান, তার অবস্থা এখন আগের চেয়ে ভাল আছে। তবে তাকে ধূমপান ত্যাগ করতে হবে। না হয় আবারো এরকমটা হওয়ার সম্ভাবনা আছে। যদিও সে প্রথমে জানিয়েছিল এটা সে ছাড়তে পারবেনা। ই–সিগারেট নিবে। তবে আমরা তাকে বুঝিয়ে বলেছি, সে বলেছে আস্তে আস্তে ছেড়ে দিবে।’
এদিকে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার বিষয়ে কথা বলেছেন তামিমের চাচা ও বিসিবির অন্যতম পরিচালক আকরাম খান।
তিনি বলেন, ‘যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে রিং লাগানো হয়ে গেছে। কিন্তু পরিবারের সিদ্ধান্তের পর অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব, ওকে দেশের বাইরে নিয়ে ভালোভাবে পরীক্ষা করে দুশ্চিন্তামুক্ত হব। টেনশনটা রাখতে চাচ্ছি না।’
গত সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে পরপর দুইবার হার্ট অ্যাটাকের সম্মুখীন হন তিনি। পরিস্থিতি সামলাতে দ্রুতই সাভারের কেপিজি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। পরে অবস্থার উন্নতি হওয়ার সেদিন রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিমকে। সেখানে ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি।
ইএ