বুধবার, অক্টোবর ২২, ২০২৫
বুধবার, অক্টোবর ২২, ২০২৫

তরুণদের অনুপ্রাণিত করতে আবারও আসছে ‘রাইজ এবাভ অল’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আবার আয়োজিত হচ্ছে দেশের সবচেয়ে বড় এবং বহুল প্রতীক্ষিত পাবলিক স্পিকিং ইভেন্ট ‘রাইজ এবাভ অল’।

এবারের আসর বসবে আগামী ৩১ অক্টোবর ঢাকার খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) কমপ্লেক্সে।

রাইজ এবাভ অল’ শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং নবীন উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম, যা দেশের বিভিন্ন ইন্ডাস্ট্রির শীর্ষ অর্জনকারীদের সঙ্গে তরুণ প্রজন্মের সংযোগ তৈরি করতে সাহায্য করবে। ইভেন্টটি অংশগ্রহণকারীদের অনুপ্রেরণা, সাহস এবং আত্মবিশ্বাস যোগায়, যা তাদের জীবনের প্রতিবন্ধকতা জয় করতে এবং নিজেদের স্বপ্ন পূরণের পথে এগোতে সহায়তা করবে।

এক মাসব্যাপী ক্লাব অ্যাক্টিভেশনের মাধ্যমে ৩০টি বিশ্ববিদ্যালয়ের ৩৫টি ক্লাবে পৌঁছানো হয়েছে।

এ বছর Shukhee, একটি ৩৬০° ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্ম, টাইটেল স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (MTB) থাকছে ‘Powered By’ স্পনসর হিসেবে। পাশাপাশি মাস্টারকার্ড স্ট্র্যাটেজিক পার্টনার এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান হিসেবে অংশগ্রহণ করছে।

ডন সামদানি ফ্যাসিলিটেশন অ্যান্ড কনসালটেন্সির আয়োজনে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দিনব্যাপী চলবে এই অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো শিক্ষার্থী, পেশাজীবী, উদ্যোক্তা এবং চেঞ্জমেকার একত্রিত হবেন।

সহযোগী প্রতিষ্ঠানসমূহ:

Co-Sponsors: MSI, Seven Rings Cement, Fit Elegance, DBH, AMA Coffee, Polar Ice Cream, Monno Ceramic

Additional Partners: Turkish Airlines, Yamaha, Emami Group, Creative IT Institute, Prothom Alo, The Daily Star, Edvoy, Chery Bangladesh, Fresh Cola, Dettol, Grameen Danone, Chopsticks, Ruchi, Lays, Dan Cake, Fresh Premium Tea, Deepto TV, Tabaq, KFC, Surf Excel, Isho, Tickify, Perfetti Van Melle, ACI Pure Ready Mix, Kazi Resort, ICE Today, ICE Business, Inteelea, Checkmate, Renaissance, Elite Force, Carnival Internet

মূল বক্তাদের মধ্যে রয়েছেন:

আহমেদ আরমান সিদ্দিকী (CEO, Shukhee)

মোহাম্মদ মামদুদুর রশিদ (MD & CEO, United Commercial Bank Limited)

নাসিমুল বাতেন (CEO, DBH Finance PLC)

নাসের এজাজ বিজয় (CEO, Standard Chartered Bank Bangladesh)

রেজওয়ানুল হক (CEO, Ismartu Technology BD Limited)

শুভাশীষ ভৌমিক (Award-Winning Content Creator)

তানজীন আলম (Country Head, Emami Bangladesh)

রুবানা হক (Vice-chancellor of Asian University for Women)

রুবাবা দৌলা (Country Director for Oracle Bangladesh)

প্যানেল ও বিশেষ সেশনসমূহ:

The Banking Legendary Duo: সৈয়দ মাহবুবুর রহমান (MD & CEO, Mutual Trust Bank) এবং আলী রেজা ইফতেখার (MD & CEO, Eastern Bank PLC)

Women Entrepreneurial Panel Discussion: ওয়াহিদা শরমিন (MD, Fit Elegance), রাবা খান (সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার), সানজিদা জান্নাত (মহিলা বক্সার)

অন্যান্য সেশন: Mastercard Special Panel, Mind & Body Session, Startup, SME & Large Business Panel, Tech Adda, Influencer Adda

Shukhee আয়োজন করবে Push-Up Challenge–এর ফাইনাল রাউন্ড, যেখানে বিজয়ীদের মঞ্চে পুরস্কার দেওয়া হবে

বিশেষ অতিথি ও বিনোদন:

মিডিয়া অঙ্গন থেকে উপস্থিত থাকবেন জনপ্রিয় তারকা জাহিদ হাসান, আরিফিন শুভ, তাসনিয়া ফারিন

সন্ধ্যায় United Commercial Bank PLC–এর সহযোগিতায় লাইভ পারফর্ম করবে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড Nemesis

রাইজ এবাভ অল ২০২৫’ শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য এক অনন্য প্ল্যাটফর্ম, যা অনুপ্রেরণা, শেখার সুযোগ এবং নতুন সম্ভাবনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

রেজিস্ট্রেশন তথ্য:

ইভেন্ট: রাইজ এবাভ অল ২০২৫ — দেশের সর্ববৃহৎ পাবলিক স্পিকিং ইভেন্ট

তারিখ: ৩১ অক্টোবর ২০২৫

স্থান: কেআইবি কমপ্লেক্স, ঢাকা

সময়: সকাল ১০:০০ – রাত ৯:০০

টিকেট লিংক: https://tickify.live/event/rise-above-all-2025/

ইভেন্ট পেজ: https://web.facebook.com/share/17QKZJmNcb/

রাইজ এবাভ অল সম্পর্কে:

২০১৬ সালে শুরু হওয়া ‘রাইজ এবাভ অল’ বাংলাদেশের সবচেয়ে বড় ও প্রভাবশালী পাবলিক স্পিকিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এই ইভেন্ট ব্যবসা, মিডিয়া, সংস্কৃতি, খেলা এবং বিনোদনের শীর্ষ অর্জনকারীদের সঙ্গে তরুণ প্রজন্মকে একত্রিত করে।

নয়টি সংস্করণে, এই ইভেন্ট হাজার হাজার মানুষকে বড় স্বপ্ন দেখার, আত্মবিশ্বাসীভাবে বক্তব্য রাখার এবং পরিবর্তন গড়ে তোলার জন্য অনুপ্রাণিত করেছে। ২০২৫ সালের সংস্করণটি হবে আগের সব আয়োজনের চেয়ে বড় ও প্রাণবন্ত, যা গল্প, উদ্দীপনা এবং নতুন ধারণার শক্তিকে উদযাপন করবে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More