এক সময় তত্ত্বাবধায়ক সরকারের বিপক্ষে থাকা বিএনপি এখন এটি নিয়ে কেন এক দফার দাবিতে আন্দোলন করছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১২ আগস্ট) দলের কার্যনির্বাহী সংসদের সভায় এ প্রশ্ন তুলে, বিএনপি ও জামাতের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
কদিন আগেই হয়ে যাওয়া বর্ধিত সভার রেষ কাটতে না কাটতে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় গণভবনে এর আয়োজন করা হয়। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে, শুরুতেই ১৫ আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে আওয়ামী লীগ প্রধান তাঁর বক্তব্যে বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে দেশকে পিছিয়ে দেয় স্বাধীনতার পরাজিত শক্তি। তাই আগামীতেও তাদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে বলেন তিনি।
ভোট চুরির ইতিহাস বিএনপির উল্লেখ কোরে শেখ হাসিনা বলেন, দেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়। কারণ তারা জানে, নৌকা মানেই উন্নয়ন।
তিনি অভিযোগ করে বলেন, স্বৈরতন্ত্রের বলয়ে যে দলের জন্ম, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।
আল/দীপ্ত সংবাদ