ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোনো চিকিৎসক, কর্মকর্তা–কর্মচারী হাসপাতাল পরিচালকের অনুমতি ছাড়া সাংবাদিকদের সাথে কথা বলতে পারবেন না।
এমন নিষেধাজ্ঞা দিয়ে গত ৪ জুন একটি নোটিশ দিয়েছেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. আসাদুজ্জামান।
নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেক্ট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এ হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এমন নোটিশে বিস্ময় প্রকাশ করেছেন হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা–কর্মচারীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, এর আগে বিভিন্ন সময় অন্যান্য পরিচালকরা মৌখিকভাবে এমন নির্দেশনা দিয়েছেন। কিন্তু নোটিশ দিয়ে নির্দেশনার ঘটনা এটাই প্রথম। এতে সাংবাদিকদের সাধারণ তথ্য সংগ্রহ করতেও বেশ বেগ পেতে হবে। কারণ ভয়ে কোনই চিকিৎসক বা কর্মকর্তা–কর্মচারী কথা বলতে চাইবেন না। আবার পরিচালকের থেকে অনুমতি আনার বিষয়টিও বেশ জটিল।
এমনকি এখন থেকে এই হাসপাতালের কোনো তথ্য সংগ্রহ বা কোনো ছবি তুলতে বা ধারণ করতে হলে সাংবাদিকদের পরিচালকের অনুমতি নিতে হবে।
আল / দীপ্ত সংবাদ