ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের, পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউতে) এখনও অচেতন অবস্থায় রয়েছে মাগুরায় বড় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ হওয়া কন্যা শিশুটি।
এর আগে, অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রথমে ঢামেক ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
শুক্রবার (৭ মার্চ) শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় পেডিয়াট্রিক ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয়।
শিশুটির মামাতো ভাই শুক্রবার রাত ৯টায় জানান, শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক।
শিশুটির পরিবারের দাবি, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বড়বোনের শ্বশুর হিটু শেখ (৫০) জড়িত।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে হিটু শেখকে আটক করে। এরপর শুক্রবার (৭ মার্চ) ভোর রাতে শিশুটির বোনের স্বামী সজীব শেখকে (১৮) আটক করে পুলিশ।
মাগুরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। শিশুটির স্বজনরা ঢাকায় থাকায় এখনও মামলা হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
ওসি আরও বলেন, আমরা প্রতিনিয়ত শিশুটির বিষয়ে খোঁজ নিচ্ছি। এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। মৃত্যুর বিষয়ে যা প্রচার করা হচ্ছে সব গুজব।
এসএ