বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

ঢাবির ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের ৩য় বর্ষপূর্তি উদযাপন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সামাজিক সংগঠন ও এলামনাই দল অ্যাসোসিয়েশন ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের ৩য় বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
শনিবার, ১১ মে ২০২৪, ঢাকা বোট ক্লাবে স্বনামধন্য এই ক্লাবের ৩য় বর্ষপূর্তিতে ক্লাবের পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় ক্লাব সদস্যদের বিশ্ববিদ্যালয়ের স্মৃতিচারণ, উপহার বিতরণ, রেফেল ড্র, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনাসহ এক নান্দনিক পরিবেশে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে এক কালের জনপ্রিয় বাংলা ব্যান্ড অবসিকিউর। মন্ত্রী মহোদয়সহ অভ্যাগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব সেক্রেটারি এসকেআরপি গ্ৰুপের সিইও এবং এমডি মোঃ নাজমুল ইসলাম।
অনুষ্ঠানে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তা, খ্যাতনামা ক্রীড়া ব্যাক্তিত্ব, সরকারী ও বেসরকারী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও শিক্ষকসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও তাদের পরিবারবর্গসহ ৫০০ এর অধিক অতিথি একত্রিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সাবেক শিক্ষার্থীদের এই ক্লাব গত ৩ বছরে শিক্ষা সহায়ক বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের কারণে দেশে ও বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তীতে প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই অ্যাসোসিয়েশন হিসেবে ২০২০ সালে ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রতিষ্ঠিত সাবেক শিক্ষার্থীবৃন্দ ক্লাবের সদস্য।
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে সামাজিক দায়িত্ব পালন করে দেশের অন্যতম সফল ও প্রতিষ্ঠিত ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ । ক্লাব নিয়মিতভাবে ম্যানেজমেন্ট বিভাগের আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তিমূলক সহায়তা প্রদান করে থাকে। তাছাড়া ক্লাব বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা করে থাকে।
বাংলামটরে অবস্থিত ক্লাব হাউসে রেস্টুরেন্ট, ইনডোর খেলাধুলার সুযোগ-সুবিধার পাশাপাশি অত্যাধুনিক কনফারেন্স রুম ও ইভেন্ট হল রয়েছে। পাশাপাশি সুবিশাল লাইব্রেরি, জিমনেসিয়াম, সুইমিং পুল ও আউটডোর স্পোর্টস সুবিধাসহ অন্যান্য অত্যাধুনিক সেবা নিয়ে খুব শিগগিরই ঢাকার অদূরে ক্লাবের নিজস্ব স্থাপনার পরিকল্পনা বাস্তবায়নে ক্লাবের পরিচালনা পরিষদের সদস্যগণ আশাবাদী।

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More