বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
বুধবার, অক্টোবর ১৫, ২০২৫

ঢাবি ছাত্রদলের ২ নেতাকে পুলিশে দিল ছাত্রলীগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

সরকার পতনের একদফা দাবি, বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে ক্যাম্পাসে বিভিন্ন ফটকে তালা লাগানো এবং ব্যানার টাঙাতে গেলে মারধর ও নির্যাতন করে ছাত্রদলের ২ নেতাকে পুলিশে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ নভেম্বর) গভীররাতে কার্জন হল এলাকায় ছাত্রলীগের নির্যাতনের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা।

নির্যাতিতরা হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও অমর একুশে হল ছাত্রদলের জৈষ্ঠ্য সহসভাপতি জসিম খান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রচার সম্পাদক ও শহীদুল্লাহ হল ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক।

পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে তাদেরকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা শাহবাগ থানা হাজতে আটক রয়েছেন।

ঢাকা বিশ্বিবিদ্যালয় ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক এ বিষয়ে বলেন, এভাবে বারবার ছাত্রদলের রক্ত ঝরিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। সহযোদ্ধাদের শরীরের প্রতিটি আঘাত আমাদের শরীরের ওপর আঘাত, সহযোদ্ধাদের ঝরা প্রতি রক্তের ফোটা, আমাদের শরীর থেকে ঝরা রক্তবিন্দু। প্রতিটি আঘাত ও প্রতি ফোটা রক্তের জবাব আমরা রাজপথেই নিব। সেই দিনটা বেশি দূরে নয়।

তিনি জসিম ও মিশুকের উপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে তাদেরকে নিঃশর্ত মুক্তি না দিলে যেকোন ধরনের উদ্ভূত পরিস্থিতির দায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

 

সানজিদা প্লাবনী/মোরশেদ আলম/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More