বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই এর ভয়াবহ প্রভাবের মধ্যে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সাধারণত শীত মৌসুমে ঢাকায় বায়ুদূষণ বাড়লেও এবার শীত শুরুর আগেই দূষণের মাত্রা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার (১০ জানুয়ারি) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এদিন রাজধানীর বায়ুমানের সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ১৯৩, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের মধ্যে পড়ে।
একদিন আগেও ঢাকার বায়ুমান সূচক ছিল ১৫৪, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে দূষণের মাত্রা আরও বেড়েছে।
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে সেনেগালের রাজধানী ডাকার, যার একিউআই স্কোর ৪৩৭ — যা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত। ভারতের রাজধানী দিল্লি ও কলকাতা যৌথভাবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে, উভয় শহরের স্কোর ২০৬, যা ‘খুব অস্বাস্থ্যকর’। পাকিস্তানের লাহোর ১৯১ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে, যা ‘অস্বাস্থ্যকর’ শ্রেণিতে পড়ে।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় নির্মাণকাজের ধুলাবালি, পুরনো যানবাহনের কালো ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং শুষ্ক মৌসুমের কারণে বাতাসে ক্ষতিকর কণার মাত্রা দ্রুত বেড়ে যাচ্ছে। এতে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টে ভোগা মানুষদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ অস্বাস্থ্যকর এবং ২০১ থেকে ৩০০ খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ৩০১–এর ওপরে হলে তা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।