বৃহস্পতিবার, ১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ১৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ঢাকার আশুলিয়ায় জিরাবো-জামগড়া-বাইপাইল সড়কের বেহাল দশা

দীপ্ত নিউজ ডেস্ক
1 minutes read

ঢাকার আশুলিয়ায় জিরাবো-জামগড়া-বাইপাইল সড়কের বেহাল দশায় জনভোগান্তি চরমে। খানাখন্দে ভরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এ সড়কে, প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এতে সৃষ্টি হচ্ছে যানজট। দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের।

বাইপাইল থেকে আশুলিয়া বাজারের ১০ কিলোমিটার সড়কের পাশে গড়ে ওঠা শিল্প কলকারখানা, বাজার, বিপণী বিতান, হাসপাতাল ও বিনোদন কেন্দ্র থাকায়, কর্মজীবী মানুষের পাশাপাশি ভ্রমণ পিপাসুদের একমাত্র ভরসা জিরাবো-জামগড়া-বাইপাইল সড়কটি। তবে সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় ইট বিছানো সড়কটির বেশ কিছু অংশ। এতে প্রায়ই ঘটে দূর্ঘটনা। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় বর্তমানে সড়কে চলছে খোড়াখুড়ি, তাই যানজট যেন এ পথে নিত্য সঙ্গী।

সড়কে দীর্ঘ সময় পানি জমে থাকায় কমে গেছে ক্রেতা সমাগত। লোকসানের মুখে স্থানীয় ব্যবসায়ীরা। শুধু তাই নয়, জমে থাকা কলকারখানার কেমিক্যাল মিশ্রিত পানিতে দেখা দিচ্ছে রোগবালাই। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, সড়কটি ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ে কতৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এরইমধ্যে সড়কটি মেরামতের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ।

উত্তরবঙ্গের সবকটি জেলাসহ টাঙ্গাইল ও গাজীপুরের কয়েক লাখ মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। দ্রুত সড়কটি সংস্কারের দাবি তাদের।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

সম্পাদক: এস এম আকাশ

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.