নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দেশে ফিরলেন হামজা চৌধুরী। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছেন লেস্টার সিটির এই তারকা।
আগামী ১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আগামী বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল। এই দুই ম্যাচই খেলবেন লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী। নেপাল ও ভারতের বিপক্ষে ম্যাচের জন্য দলের সঙ্গে যোগ দিতে দেশে ফিরেছেন তিনি।
আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হামজাকে বহনকারী বিমানটি। বিমানবন্দরে এই তারকাকে অভ্যর্থনা জানান বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ (সবুজ)।
জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ চলায় জাতীয় দলের অনুশীলন চলছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন হামজা। জাতীয় দলের টিম ম্যানেজার আমের খান জানিয়েছেন, আরেক প্রবাসী তারকা সমিত সোমের ঢাকায় পৌঁছাবেন ১১ তারিখ রাত ১২টার দিকে। তবে, নেপালের বিপক্ষে ম্যাচটি হামজা–সমিত খেলবেন কি–না, সে সিদ্ধান্ত নেবেন কোচ।
গত ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে ১–১ গোলের ড্রয়ে এশিয়ান কাপ বাছাইয়ের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন পর্যন্ত চার ম্যাচের দুটিতে ড্র, দুটিতে হার লাল–সবুজের প্রতিনিধিদের। এ মাসে ভারতের বিপক্ষে ম্যাচটি হবে বাংলাদেশের পঞ্চম বাছাই ম্যাচ।