দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঢাকায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। নিজ নিজ আসনে ব্যস্ত সময় কাটাচ্ছেেন আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনের দিন স্বতস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার আহ্বান জানান তারা।
ঢাকা–১০ আসনের হাজারীবাগে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।
ঢাকা সাত আসনের লালবাগের চিত্রও একইরকম। পরিবেশই বলে দিচ্ছে ভোট এসে গেছে। বরাবরের মতো যোগ্য প্রার্থীকেই বেছে নেয়ার প্রত্যাশা ভোটারদের।
ঢাকা–১০ আসনে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।
ঢাকা–৭ আসনে এবার আওয়ামী লীগের প্রার্থী হাজী সেলিমের ছেলে সোলায়মান সেলিম। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনিও।
ঢাকা–৮ আসনে নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাসিমের পক্ষে গণসংযোগ করেন তার স্ত্রী সুলতানা শামীমা চৌধুরী।
এছাড়া ঢাকা–১২ আসনের আওয়ামী লীগ প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে সমর্থকরা মিছিল বের করে তিব্বত কলোনি বাজার থেকে। শহীদ তাজউদ্দিন আহম্মেদ সরণি–সাতরাস্তা–মাষ্টার বাড়ি ও উত্তর বেগুনবাড়ি হয়ে কুনিপাড়ায় গিয়ে শেষ হয় মিছিল।
আরও পড়ুন: যত বেশি ভোট তত বেশি উন্নয়ন : স্বাস্থ্যমন্ত্রী
আল/ দীপ্ত সংবাদ