রাজধানীর যমুনা ফিউচার পার্কে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে পোষা প্রাণিদের র্যাম্প শো। লাল গালিচায় হাঁটল বর্ণিল সাজের একদল পোষা বিড়াল ।
কোনটির রঙ বাদামি, কোনটি সাদা, কোনটি ছাইরঙা আর কোনটির রং কালো। প্রায় সব বিড়াল গুলোকেই সাজানো হয়েছে বর্ণিলভাবে। এ যেন বিড়ালের মহাসমাবেশ।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সারা দেশ থেকে ত্রিশ হাজারের বেশি মানুষ এই অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছিলেন। তাদের বেশির ভাগই শিক্ষার্থী ছিল।
অংশগ্রহন করা নানা রকম প্রজাতির বিড়ালের নানা রকম সভাব চরিত্র। কোনোটি ভীষণ শান্ত, আবার কোনোটি বেশ রাগী।
বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশ নেয় বিড়ালগুলো। এর মধ্যে ‘খাদক‘ প্রতিযোগিতায় প্রথম হয়েছে একটি সাদা রঙের বিড়াল।
এছাড়া বিড়ালের র্যাম্প শো‘র সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল বিড়ালের ফ্যাশন শো।
বিচারকদের সামনে নিজেদের পোষা প্রাণী নিয়ে আয়োজকরা বলছেন, প্রাণীর প্রতি সচেতনতা তৈরি ছিল এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
যূথী/দীপ্ত সংবাদ