ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো পোশাক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার যাত্রীদের চাপ বাড়ায় ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দেখা দিয়েছে যানবাহনের ধীরগতি। কোথাও কোথাও থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
এছাড়া জয়দেবপুর রেল জংশন থেকে অতিরিক্ত যাত্রী হয়ে ট্রেনের ছাদে ও ইঞ্জিনে বসে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ ।
পুলিশ জানায়, কয়েক লাখ শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একযোগে বাড়ি ফেরায় বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতভর মহাসড়কে বাড়তি চাপ সৃষ্টি হয়। মানুষের পাশাপাশি যানবাহন কয়েকগুণ বেড়ে যাওয়ায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চলে ধীরগতিতে । কিন্তু ভোর থেকে পরিস্থিতির উন্নতি ঘটায় এ মহাসড়কের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত এখন গাড়ির ধীরগতি রয়েছে।
এদিকে, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে গাড়ি ও যাত্রীদের ভিড় বাড়ায় চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ি দীর্ঘ সারি দেখা গেছে।
তবে যাত্রীর তুলনায় গাড়ি কম থাকায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ সহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সড়ক পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও যানজট নিরসনে কাজ করছে মেট্রোপলিটন, হাইওয়ে ও জেলা পুলিশ।
যূথী/দীপ্ত সংবাদ